রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বিধায়ক কস্তুরী দাস আকস্মিকভাবে গত শুক্রবার মাত্র ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর গত বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি, বাড়িতেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে গত বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার দুপুরে ১টা ১৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, কস্তুরী দেবী সম্পর্কে কলকাতার মহানাগরিক তথা রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের শাশুড়ি ও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল মহিলা মোর্চার সভানেত্রী রত্না চট্টোপাধ্যায়ের মা ছিলেন।