ফের ভাইরাল (Rakhi Sawant) রাখি সাওয়ান্তের ভিডিয়ো। যেখানে একটি বাথটাবে বসে ভিডিয়ো করতে দেখা যায় টেলিভিশনের ড্রামা কুইনকে। রাখির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন ভিডিয়ো…
এই ভিডিয়োতে রাখি সাওয়ান্ত বলতে শোনা যাচ্ছে, তিনি (UK) লন্ডনে রয়েছেন। লন্ডনে সবকিছুই ভালো কিন্তু তাঁর মন টিকছে না। মায়ের অস্ত্রপচারের জন্য তিনি মুম্বইতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখান থেকে ফের লন্ডনে ফিরে এসেছেন। শুধু তাই নয়, লন্ডনের রানিও নাকি তাঁর ভক্ত। পাশাপাশি লন্ডনের প্রায় সব মানুষ তাঁকে ভালবাসেন, পছন্দ করেন বলেও দাবি করেন রাখি সাওয়ান্ত। বাথরুমের মধ্যে বাথটাবে বসে রাখি সাওয়ান্ত যে ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হওয়ার পাশাপাশি জোর কদমে শুরু হয়ে যায় অভিনেত্রীর সমালোচনা।
মাথায় গোলাপি রঙের চুল বসিয়ে, বাথটাবে বসে রাখি কেন এই ধরনের উদ্ভট ভিডিয়ো শেয়ার করছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেন অনেকেই।