‘পদ্মাবত’ বা ‘ভুমি’-ছবিতে তাঁর নজর কাড়া অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক থেকে সমালোচক সবাই। অনেক পুরস্কারও ছুলিতে তুলছেন তিনি।
তিনি অদিতি সিং হায়দরি। চিরকাল ভারতীয় পোশাক, ভারতীয় লুক ধরা দেওয়া নায়িকা এবার প্রকাশ্যে এলেন এক অন্য লুকে।
সম্প্রতি ফটোশ্যুট করিয়েছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।
হায়দরাবাদের রাজপরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে অদিতির। ভরতনাট্যমের মাধ্যমে কেরিয়ার শুরু করেন অদিতি।
তিনি একটি তামিল ছবিতেও অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন অদিতি। অদিতি নাচতে ভালবাসেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই নাচের ভঙ্গিতে তোলা ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই একটি পত্রিকার হয়ে ফটোশ্যুট করান অদিতি।
কয়েকদিন আগেই ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে র্যা ম্পে হাঁটতে দেখা গিয়েছিল অদিতিকে। বলিউডে কয়েকটি ছবিতে অদিতির অভিনয় প্রশংসিত হয়েছে।