বয়স যেন তাঁর কাছে কেবল একটা সংখ্যা মাত্র। আজ ৫৩ বছর পেরিয়েও মানুষের মধ্যে সমান জনপ্রিয় তিনি।
এমনকি তাঁর শরীরী আবেদনে এখনও ঘায়েল পুরুষ হৃদয়। হলিউডে একসময় রীতিমতো সেনসেশন ছিলেন সালমা হায়েক। সেপ্টেম্বরেই ৫৩-তে পা দিয়েছেন এ তারকা। বয়সের সাথে সাথে তার ভক্তের সংখ্যাও বেড়ে চলেছে যেন।
যারা হলিউডের সিনেমার সঙ্গে পরিচিত তাঁদের কাছে সালমা অবশ্যই খুব জনপ্রিয় মুখ। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ভক্ত সংখ্যা ১ কোটি ২০ লাখ অনুসারী অতিক্রম করেছে। সেই আনন্দেই ভক্তদের সামনে কোনো রকম পোশাক ছাড়াই হাজির হলেন তিনি।
আর তাতেই নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।’
বয়সের সঙ্গেই যে তাঁর রূপ বেড়েছে সেকথা নিজেই স্বীকার করেন তিনি। ১৯৯১ সালে হায়েক হলিউডে পাড়ি জমান। ইংরেজিতে দুর্বল হলেও ‘ডেসপারেডো’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান।
এই ছবিটিই তাকে হলিউডে জনপ্রিয় করে তোলে। এরপর থেকেই একের পর এক ছবি করতে থাকেন তিনি।