পেশায় ছিলেন সাংবাদিক৷ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট বদলে দেয় তাঁর জীবন৷
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেলফি বদলে দিল সাংবাদিকের জীবন ৷
শুধুমাত্র সেলফি পোস্ট করেই সাংবাদিকতার চাকরির তিনগুণ আয় ৷ চাকরি ছেড়ে হয়ে গেলেন ইনস্টা মডেল ৷
সিন্দুকে উপছে পড়তে লাগল লক্ষ্মী ৷ শুধু ছবি পোস্ট করেই সাংবাদিকতা করার চেয়ে কয়েকগুণ বেশি আয় করছেন তিনি।
চাকরি ছেড়ে হয়ে গেছেন ইনস্টা মডেল। আর তারপরই তার হাতে আসতে শুরু করেছে অঢেল অর্থ।
মিয়ামির বাসিন্দা অ্যালেক্সা ডেলানোস ইনস্টাগ্রামে গত এক বছরে ছবি পোস্ট করে আয় করেছেন ৬৯ লাখ টাকা।