বলিউডে নতুন চমক। আস্তে চলেছেন এক নয়া সেনসেশন। দাদার রূপে ও অভিনয়ে এমনিতেই কাবু বলি থেকে হলি। এবার আসছেন তার বোন। হ্যাঁ কথা হচ্ছে হৃত্বিক রোশনকে নিয়ে। রোশনরা হলেন বলিউডের অন্যতম অভিজাত ফিল্মি পরিবার।
এই পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে প্রথম যিনি পা রাখেন বলিউডে, তিনি হলেন হৃতিক রোশন। তা ছাড়া এখনও পর্যন্ত আর কেউ আসেননি বলিউডে এতদিন। এবার পালা পশমিনা রোশন।
পশমিনা সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে। জল্পনা চলছে যে, বলিউডে পা রাখার ক্ষেত্রে তরুণী পশমিনাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তাঁর দাদা হৃত্বিক রোশন। হৃত্বিক ইতিমধ্যেই বলিউডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই বড় দাদার হাত ধরেই পশমিনা বলিউডে আত্মপ্রকাশের পথে হাঁটছেন বলে খবর।