ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবারে । সুনামির সতর্কবার্তায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কম্পনের মাত্রা ছিল 5। তীব্রতা বেশি থাকার ফলেই সুনামির সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতের আন্দামান ও নিকোবারে এই কম্পন হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপ অঞ্চলের বাসিন্দারা। তাঁরা অপেক্ষাকৃত উঁচু জায়গার দিকে চলে যান।
শুক্রবার এই কম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। তীব্রতা ছিল রিখটার স্কেলে 5।
India Meteorological Department (IMD): An earthquake of magnitude 5.0 on the Richter scale struck the Nicobar Islands region at 12:01 am, today.
— ANI (@ANI) November 14, 2019
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বেশ কিছুক্ষণ স্থায়ী হয় ওই কম্পন। পরেও কম্পন অনুভূত হয়েছে, তবে তার তীব্রতা অনেক কম ছিল বলে জানিয়েছেন তাঁরা।