এবার মুকুলকে বড়সড় ধাক্কা দিতে চলেছেন মমতা। জানা গিয়েছে, একেবারে মালদা জেলায় বিজেপির পঞ্চায়েত গুলিতে বড়সড় ভাঙণ ধরাতে চলেছে তারা।
মালদহের ভাবুক পঞ্চায়েতের বিজেপির প্রধান তাঁর দলবল নিয়ে শোনা যাচ্ছে এক গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন। বিভিন্ন মহলে এত জোর জল্পনা ছড়িয়েছে যে, এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের তৃণমূলে যোগ দেওয়া নাকি কেবল শুধুমাত্র সময়ের অপেক্ষা।কিন্তু প্রশ্ন এখানেই নয়, শুধুমাত্র ভাবুক পঞ্চায়েত নয়, এবার পুরাতন মালদার মুচিয়া এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতেও বিজেপির অস্বস্তি বাড়াতে শুরু করেছে তৃণমূল।
এক সংবাদমাধ্যম মারফত খবর, মুচিয়া এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্যরা ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিতে নাকি দর কষাকষি শুরু করেছেন। ফলে আর যাই হোক না কেন, এর জেরে তৃণমূলের উপর এক কথায় প্রবল চাপ বাড়ল, তা বলাই বাহুল্য।